অভিযোগ পাওয়ার পর আমাদের এডিটরিয়াল টিম বিষয়টি পুনরায় যাচাই করে। যদি ভুল প্রমাণিত হয়, তবে আমরা মূল রিপোর্টের ভেতরেই তথ্যটি সংশোধন করি এবং শিরোনামে [সংশোধিত] ট্যাগ যুক্ত করি। আমরা কখনোই ভুল রিপোর্ট চুপিসারে মুছে ফেলি না বা গোপন করি না।
অভিযোগ পাওয়ার পর আমাদের এডিটরিয়াল টিম বিষয়টি পুনরায় যাচাই করে। যদি ভুল প্রমাণিত হয়, তবে আমরা মূল রিপোর্টের ভেতরেই তথ্যটি সংশোধন করি এবং শিরোনামে [সংশোধিত] ট্যাগ যুক্ত করি। আমরা কখনোই ভুল রিপোর্ট চুপিসারে মুছে ফেলি না বা গোপন করি না।
(Updates) সংবাদ একটি চলমান প্রক্রিয়া। অনেক সময় পুরনো ফ্যাক্ট-চেক রিপোর্টের সাথে নতুন তথ্য বা প্রমাণ যোগ করার প্রয়োজন হয়। এটি সবসময় 'ভুল সংশোধন' নয়, বরং 'মান উন্নয়ন'। এক্ষেত্রে আমরা রিপোর্টের শেষে স্পষ্টভাবে "Update Note" যোগ করি এবং তারিখ উল্লেখ করে দিই।
আমাদের রিপোর্টগুলো যেহেতু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়, তাই ওয়েবসাইটে সংশোধনের পাশাপাশি আমরা আমাদের ফেসবুক পেজ বা টুইটারেও সেই সংশোধনী প্রচার করি। প্রয়োজনে পুরনো ভুল পোস্ট ডিলিট করে সঠিক তথ্যসহ নতুন পোস্ট দেওয়া হয় এবং ক্যাপশনে আগের ভুলের কথা স্বীকার করা হয়।
আপনি যদি মনে করেন আমাদের কোনো তথ্যে ভুল আছে, তবে উপযুক্ত প্রমাণসহ আমাদের জানান।
ইমেইল: admin@factcheckzone.com
সাবমিশন: আমাদের 'Contact Us' পেজের মাধ্যমে। আপনার দাবির স্বপক্ষে অবশ্যই নির্ভরযোগ্য সোর্স বা লিংক প্রদান করবেন।
বানান ভুল, ব্যাকরণগত ত্রুটি বা ছোটখাটো সংখ্যার গরমিল—যা সংবাদের মূল অর্থ বা ফলাফল পরিবর্তন করে না—সেগুলো আমরা সাধারণত কোনো বিশেষ ঘোষণা ছাড়াই এডিট করে দিই।
অত্যন্ত বিরল ক্ষেত্রে, যদি কোনো রিপোর্টের মূল ভিত্তিই ভুল প্রমাণিত হয় এবং তা সংশোধনের অযোগ্য হয়ে পড়ে, তবে আমরা সেই রিপোর্টটি পুরোপুরি প্রত্যাহার (Retract) করে নিই। সেক্ষেত্রে ওই ইউআরএল-এ ঢুকলে পাঠক একটি স্বচ্ছ ব্যাখ্যা বা "Retraction Note" দেখতে পাবেন যে কেন রিপোর্টটি সরানো হয়েছে।
Who Are We
Our Mission
Awards
Experience
Success Story
Copyright © 2026 Fact Check Zone | An initiative of Bricklane News Ltd | All rights reserved.