আমরা যেভাবে সত্য যাচাই করি

Our Methodology (আমাদের কার্যপদ্ধতি) -

FactCheckZone-এ আমরা প্রতিটি তথ্য যাচাইয়ের ক্ষেত্রে একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং কঠোর আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করি। আমাদের যাচাই প্রক্রিয়ার প্রতিটি ধাপ এমনভাবে সাজানো হয়েছে যাতে ব্যক্তিগত মতামতের কোনো স্থান না থাকে। নিচে আমাদের কার্যপদ্ধতির বিস্তারিত ধাপগুলো তুলে ধরা হলো. 

আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ পোর্টাল মনিটর করি। আমরা সাধারণত সেই সব বিষয়কেই যাচাইয়ের জন্য বেছে নিই যা:

  • জনস্বার্থের সাথে জড়িত।

  • সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

  • যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে বা কারো ক্ষতির কারণ হতে পারে। (নোট: আমরা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বা তুচ্ছ ব্যক্তিগত বিষয় নিয়ে কাজ করি না।)

বিষয়টি নির্বাচনের পর আমাদের গবেষক দল মূল উৎসের সন্ধানে নামেন। এ ক্ষেত্রে আমরা:

  • রিভার্স ইমেজ সার্চ (Reverse Image Search) এবং ভিডিও ভেরিফিকেশন টুল ব্যবহার করি।

  • সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করি।

  • সরকারি তথ্য, নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের পুরনো আর্কাইভ এবং একাডেমিক গবেষণার সহায়তা নিই।

  • আমরা কখনোই বেনামী সূত্র (Anonymous Sources) ব্যবহার করি না, যদি না নিরাপত্তা ঝুঁকি থাকে।

প্রমাণ সংগ্রহের পর আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাই এবং আমাদের তৈরি করা ৫টি ক্যাটাগরির যেকোনো একটিতে খবরটিকে ফেলি:

  • মিথ্যা (Fake): যখন দাবিটি সম্পূর্ণ বানোয়াট হয়।

  • সত্য (True): যখন দাবিটি প্রমাণের ভিত্তিতে সঠিক প্রমাণিত হয়।

  • ⚠️ বিভ্রান্তিকর (Misleading): তথ্য সঠিক কিন্তু উপস্থাপনা ভুল বা প্রসঙ্গ পরিবর্তন করা হয়েছে।

  • 🎭 স্যাটায়ার (Satire): যা শুধুই কৌতুক বা বিদ্রুপ, কিন্তু মানুষ সত্য ভেবে ভুল করছে।

  • 🔍 প্রেক্ষাপট নেই (Missing Context): দাবিটি সত্য হতে পারে, কিন্তু এর সাথে আরও গুরুত্বপূর্ণ তথ্য জানা প্রয়োজন।

চূড়ান্ত ধাপে আমরা সহজ বাংলায় রিপোর্টটি লিখি। রিপোর্টে আমরা আমাদের সংগৃহীত সব প্রমাণ এবং লিংক যুক্ত করে দিই, যাতে পাঠক নিজেও তা যাচাই করে দেখতে পারেন। প্রকাশের আগে সিনিয়র এডিটর দ্বারা রিপোর্টটি রিভিউ করা হয়।

Others Page

  • ⚖️ নিরপেক্ষ অবস্থান

    আমরা সম্পূর্ণ নিরপেক্ষ নীতিতে বিশ্বাসী। কোনো রাজনৈতিক দল, ধর্মীয় মতাদর্শ বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের দ্বারা আমরা প্রভাবিত হই না।

  • 🔍যাচাইকৃত তথ্য

    প্রতিটি রিপোর্ট প্রকাশের আগে আমরা একাধিক ধাপে কঠোরভাবে যাচাই করি। রিভার্স ইমেজ সার্চ, জিও-লোকেশন ট্র্যাকিং এবং প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত নিয়ে তবেই আমরা সিদ্ধান্তে পৌঁছাই।

  • 🔗 উন্মুক্ত উৎস

    আমরা তথ্যের উৎস পাঠকের কাছে গোপন রাখি না। প্রতিটি ফ্যাক্ট-চেক রিপোর্টের সাথে মূল তথ্যের লিংক, আর্কাইভ এবং স্ক্রিনশট যুক্ত থাকে।

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.

Ownership & Funding:

An initiative of THE

BRICKLANE NEWS LIMITED

(Company number 10776054).

Related Links

Who Are We

Our Mission

Awards

Experience

Success Story

Important Links

Impartiality Policy

Transparency

Address

Copyright © 2026 Fact Check Zone | An initiative of Bricklane News Ltd | All rights reserved.