FactCheckZone একটি স্বাধীন এবং নিরপেক্ষ তথ্য যাচাইকারী (Fact-Checking) উদ্যোগ। ডিজিটাল যুগে তথ্যের অবাধ প্রবাহের সাথে সাথে ভুয়া খবর, গুজব এবং বিভ্রান্তিকর তথ্যের প্রচারও আশঙ্কাজনকভাবে বেড়েছে। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটে ছড়িয়ে পড়া এই বিপুল তথ্যের ভাণ্ডার থেকে সত্য খুঁজে বের করা এবং সাধারণ মানুষের সামনে সঠিক তথ্য তুলে ধরা।
আমরা বিশ্বাস করি, একটি সুস্থ গণতান্ত্রিক সমাজ এবং সচেতন জনগনের জন্য সঠিক তথ্যের কোনো বিকল্প নেই। তাই আমরা কোনো প্রকার রাজনৈতিক, ব্যবসায়িক বা ধর্মীয় প্রভাব ছাড়াই সম্পূর্ণ নিরপেক্ষভাবে সংবাদ যাচাইয়ের কাজ করে থাকি।
আমাদের মিশন অত্যন্ত পরিষ্কার—গুজব প্রতিরোধ করা এবং মিডিয়া লিটারেসি (Media Literacy) বা সংবাদ সচেতনতা বৃদ্ধি করা। আমরা চাই প্রতিটি ইন্টারনেট ব্যবহারকারী যেন কোনো খবর শেয়ার করার আগে তার সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারেন।
আমরা কোনো রাজনৈতিক দল, মতাদর্শ বা বিশেষ গোষ্ঠীর পক্ষে বা বিপক্ষে কাজ করি না। আমাদের কাছে তথ্যই সব। ২. উত্স বা সোর্সের স্বচ্ছতা (Transparency of Sources): আমরা আমাদের প্রতিটি দাবির স্বপক্ষে প্রমাণ, লিংক এবং সোর্স উল্লেখ করি, যাতে পাঠকরা নিজেরাই তা যাচাই করতে পারেন। ৩. অর্থায়নের স্বচ্ছতা (Transparency of Funding): FactCheckZone বর্তমানে প্রতিষ্ঠাতা সদস্যদের নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি অলাভজনক উদ্যোগ। আমাদের সম্পাদকীয় সিদ্ধান্তে কোনো দাতা সংস্থা বা স্পন্সরের হস্তক্ষেপ নেই।
FactCheckZone পরিচালিত হয় একদল নিবেদিতপ্রাণ গবেষক, সাংবাদিক এবং প্রযুক্তিবিদের সমন্বয়ে। আমাদের টিমের সদস্যরা বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করে এই ডিজিটাল লড়াইয়ে অংশ নিচ্ছেন। নিরাপত্তার স্বার্থে এবং কাজের নিরবচ্ছিন্নতা বজায় রাখতে আমরা বর্তমানে আমাদের গবেষকদের ব্যক্তিগত পরিচয় প্রকাশ্যে আনছি না, তবে আমাদের কাজের মানই আমাদের পরিচয়।
FactCheckZone আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্ক (IFCN)-এর নির্দেশিত নীতিমালার আলোকে কাজ করে।
আমাদের কাজ সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 📧 ইমেইল: admin@factcheckzone.com
Who Are We
Our Mission
Awards
Experience
Success Story
Copyright © 2026 Fact Check Zone | An initiative of Bricklane News Ltd | All rights reserved.