রাজধানীতে চলছে তীব্র গ্যাস সংকট। তিতাস গ্যাসের স্বল্পতা ও এলপিজি সিলিন্ডারের ঘাটতির কারণে জনজীবন চরম ভোগান্তিতে পড়েছে। ফলে রাজধানীবাসী নিম্ন আয়ের লোকজন বাধ্য হয়ে মাটির চুলায় রান্না করছেন। মধ্যবিত্তরা বৈদ্যুতিক চুলাকে বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন। আর যদি সিলিন্ডার পেয়েও যান, তাহলে কিনতে হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। এরই প্রেক্ষিতে “এতদিন ধরে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন তাদের জন্য ভিডিওটি” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
প্রচারিত ভিডিওটিতে আইন-শৃঙ্খলা বাহিনীর পোশাকে ০৩ জন ভিন্ন চেহারার ব্যক্তিকে কথা বলতে শোনা যায়। ভিডিওটিতে তাদেরকে বলতে শোনা যায়, “এতদিন যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন তারা আজকে কোথায়? এলপিজি গ্যাসের দাম ১৩’শ টাকা থেকে ২ হাজার (অস্পষ্ট) টাকায় চলে গেছে। যাদের বাসায় গ্যাস নেই তারা আজ থেকে রোজা রাখতে শুরু করুন। এখন থেকে জ্বালানি হিসেবে কাঠ-খড়ি পুড়িয়ে রান্নার কাজ করুন। এখন আর কারো সমস্যা হয়না। সুন্দর সাজানো দেশটাকে আন্দোলনের নামে যেই পরিমাণ ধ্বংস করেছে, এই দেশটাকে উন্নয়নের ১০০ বছর পিছিয়ে দিয়েছে।”
ফ্যাক্টচেক
fact check zone টিমের অনুসন্ধানে জানা যায়, দেশব্যাপী চলমান গ্যাস সংকটে শেখ হাসিনাকে উদ্ধৃত করে পুলিশের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভয়েস ও পারিপার্শ্বিক অবস্থাতেও খানিকটা অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।
পরবর্তীতে, বিষয়টি অধিকতর নিশ্চিতে fact check zone ভিডিওটি ‘হাইভ মোডারেশন’ টুলের ‘Hive Detect AI’ মডেল দিয়ে পরীক্ষা করে। মডেলটির বিশ্লেষণে, ভিডিওটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে জানানো হয়।
